SSC পরীক্ষার ফলাফল কিভাবে পাবো? এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম।

SSC পরীক্ষার ফলাফল কিভাবে পাবো? এসএসসি  পরীক্ষার ফলাফল দেখার নিয়ম।

SSC পরীক্ষার ফলাফল কিভাবে পাবো? এসএসসি  পরীক্ষার ফলাফল দেখার নিয়ম। How do I get SSC exam results? Rules for viewing SSC exam results.২০২১ সালের এসএসসি  পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য মোবাইল এসএমএস /ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট থেকে ২০২১ সালের এসএসসি  পরীক্ষার ফলাফল পাওয়া সম্ভব। ২০২১ সালের এসএসসি  পরীক্ষা ১৪নভেম্বর শুরু হয়েছিল বাংলাদেশের সমস্ত শিক্ষা বোর্ডের জন্য। Get SSC Exam Results 2021 কিভাবে Ssc রেজাল্ট দেখবো

SMS ব্যবহারে পরীক্ষার ফলাফল

২০২১ সালের এসএসসি  পরীক্ষার ফলাফল ছাত্র -ছাত্রীরা মোবাইল SMS ব্যবহারের মাধ্যমে পেতে পারে। ২০২১ সালের এসএসসি  পরীক্ষার ফলাফল প্রকাশের দিন (দুপুর ২টার) পর থেকে পেতে সক্ষম হবে। SMS এর মাধ্যমে পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য (পরীক্ষার নাম ,সংক্ষেপে বোর্ডের নাম ,রোল নাম্বার ,এবং পরীক্ষার বছর উল্লেখিত তথ্য প্রদান করে ১৬২২২ নাম্বা পাঠিয়ে দিতে  হবে। আর প্রতিটি (এসএমএস) পাঠানোর জন্য ২.৪৪ পয়সা সার্ভিস চার্জ হিসেবে কেটে নেয়া হবে।  আরো সহজ ভাবে বোঝার জন্য নিচে দেখুন।

SSC পরীক্ষার ফলাফল কিভাবে পাবো? এসএসসি  পরীক্ষার ফলাফল দেখার নিয়ম। এস এস সি রেজাল্ট ২০২১

SSC <space>বোর্ডের নাম<space> রোল নাম্বার<space> পরীক্ষার বছর এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে

উদাহরণ স্বরূপ
SSC BAR 13172028 2021
পাঠিয়ে দিন 16222 নাম্বারে


বিশেষ দৃষ্টি >> এসএমএস পাঠানোর পূর্বে  নিজ নিজ (বোর্ডের নাম ,রোল নাম্বার) ভালোভাবে যাচাই করুন। যদি আপনার তথ্য সঠিক না হয় তাহলে আপনার এসএমএস গ্রহনের সময় ত্রুটি হতে পারে এবং আপনি ফলাফল নাও পেতে পারেন। নিচে বাংলাদেশ শিক্ষাবোর্ডের নাম ও কোড নাম্বার উল্লেখ করা হলো: >>

বাংলাদেশ শিক্ষাবোর্ডের নাম ও কোড নাম্বার

Name and code number of Bangladesh Education Board

(B) বরিশাল বোর্ড - BARISAL BOARD = কোড নাম্বার BAR
(C) কুমিল্লা বোর্ড - COMILLA BOARD = কোড নাম্বার COM
(C) চট্টগ্রাম বোর্ড - CHITTAGONG BOARD = কোড নাম্বার CHI
(D) দিনাজপুর বোর্ড - DINAJPUR BOARD = কোড নাম্বার DIN
(D) ঢাকা বোর্ড - DHAKA BOARD = কোড নাম্বার DHA
(J) যশোর বোর্ড - JESSORE BOARD = কোড নাম্বার JES
(R) রাজশাহী বোর্ড - RAJSHAHI BOARD = কোড নাম্বার RAJ
(S) সিলেট বোর্ড - SYLHET BOARD = কোড নাম্বার SYL
(M) মাদ্রাসা বোর্ড - MADRASAH BOARD = কোড নাম্বার MAD

এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য উপরে উল্লেখ করা বোর্ডের নাম সংক্ষেপে ৩ অক্ষর ব্যবহার করুন যেমনঃ BAR . এবং এসএমএস পাঠানোর পর কিছুক্ষন অপেক্ষা করুন। যদি কোনো কারণে নেটওয়ার্ক বা কোনো কারিগরি  সমস্যা না হয়  যথাযত সময়ে অতি শীঘ্রই আপনাকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে।

অনলাইনের মাধ্যম পরীক্ষার ফলাফল

নাম্বার সহ রেজাল্ট Ssc Online media test results অনলাইন পরিষেবা ও ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য এস এস সি রেজাল্ট দেখার লিংক http://www.educationboardresults.gov.bd/ এই ওয়েবসাইটে ভিজিট করুন অথবা সরাসরি এখান দিয়ে যান মার্কশীট সহ এসএসসি রেজাল্ট

SSC পরীক্ষার ফলাফল কিভাবে পাবো? এসএসসি  পরীক্ষার ফলাফল দেখার নিয়ম।


www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ভিজিট  করার পর (Examination-পরীক্ষা) স্থানে SSC SSC/Dakhil নির্বাচন করুন। তারপর (Year-বছর) আপনার পরীক্ষার বছর নির্বাচন করুন 2021। এরপর (Board-বোর্ড) আপনার শিক্ষাবোর্ড নির্বাচন করুন যেমনঃ Barisal .তারপর (Roll- রোল) আপনার রোল নাম্বার  প্রবেশ করান। তারপর (Reg: No-রেজিস্টেশন নাম্বার) Reg: No  এই স্থানের মধ্যে আপনার রেজিস্টেশন নাম্বার প্রবেশ করান এবং সর্বশেষে গণিতিক ক্যাপচা টি সমাধান করুন যেমনঃ 8 + 8=16 .এবং Submit বাটনে ক্লিক করুন। যদি  ওয়েব সার্ভারে কোনো চাপ না থাকে তাহলে সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন।

মনে রাখুন >> রোল নাম্বার , রেজিস্টেশন নাম্বার প্রবেশ ও ক্যাপচা সমাধান করার জন্য আপনাকে সম্পূর্ণ (শব্দ ও সংখ্যা ) ইংরেজিতে ব্যবহার করতে  হবে। এছাড়াও রোল নাম্বার এবং রেজিস্টেশন নাম্বার প্রবেশ  করার সময় লক্ষ রাখুন যেনো কোনো ভুল না হয়। যদি আপনি সঠিক তথ্যের ব্যবহার না করেন -তাহলে আপনার ফলাফল খুঁজে পাওয়া যাবেনা।  

বিশেষ দৃষ্টি আকর্ষণ >> যদি আপনার ইন্টারনেট কানেকশন শক্তিশালী হয় আর ওয়েবসাইটের উপর অতিরিক্ত চাপের প্রভাব না থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনি আপনার পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন। তাই ধর্য ধারণ করুন - educationboardresults.gov.bd এটি একটি সরকারি  গভরেন্টমেন্ট ওয়েবসাইট তাই পরীক্ষার ফলাফল প্রকাশের দিন এই ওয়েবসাইটের উপরে অনেক অতিরিক্ত চাপের প্রভাব পড়তে পারে এবং ওয়েবসাইটটি স্লো বা দেরিতে কাজ করতে পারে। তাই যদি কোনো কারণে এই ওয়েবসাইটটিতে প্রবেশ না করতে পারেন - তাহলে বিকল্প পদ্ধতি গুলো অনুসরণ করুন এবং পরীক্ষার ফলাফল সংগ্রহ করুন।

SSC পরীক্ষার ফলাফল কিভাবে পাবো? এসএসসি  পরীক্ষার ফলাফল দেখার নিয়ম।

বিকল্প পদ্ধতি অনুসরণ

Follow the alternative procedure উপরের উল্লিখিত ওয়েবসাইটের দ্বারা যদি আপনার পরীক্ষার ফলাফল না সংগ্রহ করতে পারেন তাহলে eboardresults.com ওয়েবসাইট ভিজিট করুন। এই ওয়েবসাইটটিও শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ কর্তৃক নিয়োজিত এখান থেকেও আপনি আপনার পরীক্ষার ফলাফল পেতে সক্ষম হবেন। পরীক্ষার ফলাফলের জন্য প্রয়োজনীয় এস এস সি রেজাল্ট দেখার লিংক https://eboardresults.com/v2/home ব্যবহার করুন অথবা সরাসরি এখান দিয়ে যান। পরীক্ষার ফলাফল সংগ্রহের জন্য এই ওয়েবসাইট টি একটু ভিন্ন ভাবে ব্যবহার করতে হতে পারে। eboardresults.com  কিভাবে ব্যবহার করবেন নিচে দেখুন 

প্রথমে  eboardresults.com ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা সরাসরি এখান দিয়ে যান এস এস সি রেজাল্ট দেখার লিংক https://eboardresults.com/v2/home প্রবেশ করার পরে Examination থেকে আপনার পরীক্ষার নাম নির্বাচন করুন যেমনঃ SSC/JDC বা SSC/Dakhil/Equivalent তারপর Year থেকে আপনার পরীক্ষার বছর নির্বাচন করুন যেমনঃ 2021 .তারপর    Board থেকে আপনার বোর্ড নির্বাচন করুন যেমনঃ Barisal .তারপর Result Type থেকে আপনি যে ধরণের ফলাফল পেতে চান তা নির্বাচন করুন যেমনঃ Individual Result .এরপর Roll এবং Registration স্থানে  আপনার রোল ও রেজিস্টেশন নাম্বার প্রবেশ করান ও পরিশেষে Security Key থেকে ৪সংখ্যার ইমেজ ক্যাপ্টচাটি সঠিক ভাবে সমাধান করুন যেমনঃ 6929 এবং Get Result বাটনে ক্লিক করুন। 

Post a Comment

Post your comments here, please note that no spam comments other than the post Tech bn news does not condone any spam comments

Previous Post Next Post