ইচ্ছা পূরণ - ইচ্ছা থাকলেই উপায় হয়

 

ইচ্ছা পূরণ : Wish fulfillment মানুষের একান্ত ব্যক্তিগত স্বাচ্ছন্দতা ও স্বাধীনতা থেকে উৎপত্তি হয়ে থাকে। ইচ্ছা থাকলেই উপায় হয় দৈনন্দিন জীবনে মানুষ তাঁর ইচ্ছা ও স্বপ্ন গুলো পূরুণ করা জন্য বিভিন্ন প্রকার জ্ঞান ,অভিজ্ঞতা ও চাহিদার প্রতি আসক্ত হয়ে যায় এবং সক্ষম হয়ে থাকে  তাঁর মনের ইচ্ছা ও চাহিদা পূরণ করতে

ইচ্ছা পূরণ বলতে কি বোঝায় 

ইচ্ছা পূরণ বলতে বোঝা যায় : মানুষের  ভবিষৎ পরিকল্পনা গুলো  বাস্তব জীবনের সাথে রূপান্তরিত করা যেমনঃ আমার ইচ্ছা আছে আমি ভবিস্যতে একজন বড় ডাক্তার হবো এবং ডাক্তার হয়ে সবসময় মানুষের সেবা করবো।অথবা আমার ইচ্ছা করে আমি যদি একটু একা থাকতে পারতাম তাহলে আমার অনেক  ভালো লাগতো।আর এভাবেই মানুষ তাঁর ইচ্ছা পূরণের জন্য আগ্রহী হয়ে ওঠে  এবং সে তাঁর ইচ্ছার প্রতি মূল্য দিয়ে তাঁর ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করে। 

ইচ্ছা থাকলেই উপায় হয় কিভাবে 

ইচ্ছা থাকলেই উপায় হয় প্রবাদটি বলার কারণ : মানুষের চিন্তাধারা ও চেতনা কে আলোচিত করার জন্য। মনে করুন একজন মানুষ একটি কাজ  খুব মনোযোগ সহকারে করতেছে কিন্তু তাঁর কাজের মাঝে হঠাৎ করে একটি ত্রুটি আসলো এবং তাঁর কাজ বন্ধ গেলো তখন সে বেক্তি নিশ্চয়  তাঁর কাজের ত্রুটি সমাধার করার চেষ্টা করবে এবং সে বিভিন্ন উপায়ে তাঁর সমস্যা সমাধানের জন্য উপায় খুঁজবে 

আর সেই সমাধানটি অনুসন্ধান করার পিছনে কাজ করবে তাঁর ইচ্ছা শক্তি। যদি তাঁর কাজটির প্রতি মনোযোগ দৃঢ় হয় তাহলে সে সমাধানের জন্য একটি উপায় ঠিকই  খুঁজে পাবে সেই জন্য এই প্রবাদটি বলা হয়ে থাকে ইচ্ছা থাকলেই উপায় হয় তাই মানুষের প্রতিটি সফলতার জন্য প্রয়োজন ইচ্ছা শক্তি ও আবেগ

Post a Comment

Post your comments here, please note that no spam comments other than the post Tech bn news does not condone any spam comments

Previous Post Next Post