BTRC থেকে পাওয়া তথ্য অনুযায়ী সকলকেই তাদের নিজেস্ব মোবাইল ফোনটি যাচাই করতে হবে বৈধতা প্রমান করার জন্য অন্যথায় আপনার মোবাইল ফোনটি বন্ধ করে দেওয়া হতে পারে। তাই নিজের মোবাইলের বৈধতা প্রমান করুন আইএমইআই নাম্বার দিয়ে।
আমরা মনে করি ইতিমধ্যে আপনার মোবাইলে অসংখ্যবার এস এম এস পাঠানো হয়েছে - মোবাইল নিবন্ধন চেক করার জন্য BTRC থেকে। যদি আপনার হাতের মোবাইল ফোন টি এখনো যাচাই করেন নি তাহলে আমরা আপনাকে এই পরামর্শে উৎসাহিত করি অনুগ্রহ পূর্বক আপনার মোবাইল নিবন্ধন এবং বৈধতা চেক করে সম্পূর্ণ করুন। সেই সাথে আপনিও নিশ্চিৎ হন যে আপনার মোবাইল ফোন টি অফিসিয়াল নাকি আন অফিসিয়াল
অনেকেই হয়তো মনে করতেছে এই সব ছোট বিষয়ে কিছু হবেনা। তবে আমরা তাঁদের উদ্দেশ্য বলবো - প্রতিটি জিনিস ছোট থেকেই বড় হয়ে থাকে তাই - সাবধান এড়িয়ে যাবেন না
কিভাবে IMEI চেক করব
যে কোনো মোবাইলে ফোনের IMEI নাম্বার চেক করার জন্য ডায়াল করুন *#06# তাহলেই দেখতে পাওয়া যাবে মোবাইলের আইএমইআই নাম্বার উদাহরণ সরূপঃ IMEI 1 - 351775812884697 দ্রুত আপনার মোবাইল নিবন্ধন চেক করুন এবং নিশ্চিত থাকুন আপনার ফোনটি অফিসিয়াল মোবাইল ফোন
IMEI কোড দিয়ে মোবাইল নিবন্ধন চেক
IMEI কোড দিয়ে মোবাইল নাম্বার চেক করার জন্য প্রথমে মেসেজ অপশনে যান এবং লিখুন KYD <> IMEI CODE যেমন: KYD 351775812884697 তারপর পাঠিয়ে দিন 16002 নাম্বারে। অপেক্ষা করুন কিছুক্ষন পর মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ফোনটি BTRC এর ডাটাবেসে আছে কি না
মেসেজ পাওয়ার পর যদি দেখেন আপনার মোবাইল ফোনটি BTRC এর ডাটাবেসে রয়েছে তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনি নিশ্চিৎ হতে পারেন আপনার মোবাইল ফোনটি বৈধ এবং একটি অফিসিয়াল মোবাইল ফোন আর বাংলাদেশে মোবাইল টি ব্যবহারের জন্য অনুমোদন রয়েছে।
দুর্ভাগ্য বসত যদি বিটিআরসি থেকে আপনাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হয় যে আপনার মোবাইল ফোনটি সনাক্ত করা যাচ্ছেনা বা এই মোবাইলটির IMEI নাম্বার BTRC এর ডাটাবেসে নেই তাহলে অবশ্যই মোবাইল নিবন্ধন করে নিন।
বিশেষ দ্রষ্টব্যঃ চুরির মোবাইল ফোন ,ছিনতাই করা মোবাইল ক্রয় ও বিক্রয় করা থেকে বিরত থাকুন। চুরি ,ছিনতাই করা মোবাইল গুলো ব্যবহার করা এড়িয়ে যান - অন্যথায় বিনা অপরাধে ভোগ করতে হতে পারে কঠিন শাস্তি এবং ব্যায় হতে পারে আপনার অর্থ অল্প টাকা দিয়ে দামি ফোন ক্রয় করার আগে যাচাই করুন।