টাইম ম্যানেজমেন্ট : সময়কে বুদ্ধিমত্তার সাথে সংগঠিত করা আপনার একটি নির্দিষ্ট ক্রিয়াকলাপে ব্যয় করা সময়ের সচেতনতার নিয়ন্ত্রণ পরিকল্পনা এবং অনুশীলন করার প্রক্রিয়া যা বিশেষত ভাবে কার্যকারিতা, দক্ষতা এবং উত্পাদনশীলতা বাড়ানোর জন্য একটি অন্যতম কৌশল।
টাইম ম্যানেজমেন্ট কেবল সেই মানুষগুলোই করে থাকে যাঁরা সময়ের মূল্য বোঝে এবং সময়কে সবসময় নজরবন্দি করে রাখে।
অনুসরণ করুন সমাজে সেই সকল উন্নত ব্যাক্তিদের যে মানুষগুলো সমাজে প্রতিষ্ঠিত ও সবসময় কর্মের সাথে যুক্ত এবং প্রতিদিনের কাজের নিয়ম ও টাইম ম্যানেজমেন্ট মেনে চলে। মনে রাখুন নিয়ম থেকেই মানুষের অভ্যাসের সৃষ্টি হয়
Time Management : সময় ব্যবস্থাপনা যা অনুসরণ করে মানুষ তাঁর অতীত থেকে বর্তমান ও ভবিষৎ গণনা করতে পারে তাই মানব জীবনে কর্মক্ষেত্রে সঠিক টাইম ম্যানেজমেন্ট তৈরী করা ও তা নিয়ম অনুযায়ী মেনে চলা অতি গুরূত্বপূর্ণ।
কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেনঃ কর্মক্ষেত্রে সময় ব্যবস্থাপনা আয়ত্ত করার ৯ টি টিপস
(১) সময় কিভাবে কোথায় ব্যয় করছেন তা খুজুন
(২) চিন্তাবিদ হয়ে উঠুন
(৩) কাজের পরিকল্পনা তৈরী করুন
(৪) প্রতিটি কাজকে দৈনিক সময়সূচীতে ভাগ করুন
(৫) সময়সূচী তৈরী করার পর তা নিয়ম মেনে চলুন
(৬) গুরুত্ব পূর্ণ কাজটি তালিকায় প্রথমে রাখুন
(৭) সঠিক সময়ে কাজ শুরু করুন
(৮) নিয়মিত সম্পাদনা করুন
(৯) অপ্রয়োজনীয় সময় নষ্ট করা থেকে বিরত থাকুন
বিশেষ দ্রষ্টব্যঃ
সময়ের মূল্য+টাইম ম্যানেজমেন্ট+জীবনে উন্নতির গোপন সূত্র গুলোর মধ্যে টাইম ম্যানেজমেন্ট করে কাজ করা অনেক প্রয়োজনীয় তাই শুধু Time Management করে বসে থাকবেন না যত দ্রুত সম্ভব কাজের মাঝে জড়িয়ে পড়ুন তাহলে দেখবেন আপনি খুব অল্প সময়ের মধ্যে জীবনকে উন্নতির দিকে অগ্রসর করতে পারেবন।মানুষের জীবনের উন্নতির একমাত্র গোপন সূত্র ২মিনিট পড়ুন