reCAPTCHA হল Google কোম্পানির মালিকানাধীন একটি ক্যাপচা সিস্টেম এটি ওয়েব হোস্টকে ওয়েবসাইটগুলিতে মানব এবং স্বয়ংক্রিয় অ্যাক্সেসের মধ্যে পার্থক্য করতে সক্ষম করে এবং এই reCAPTCHA গুলো রোবট সহজেই সমাধান করতে পারেনা।কিভাবে reCAPTCHA সমাধান করবেন তা শিখতে নিচের স্কিনশর্ট গুলো অনুসরণ করুন
I'm not a robot : আমি রোবট নয়। reCAPTCHA সমাধানের মূল উদ্দেশ্য অনলাইনে ডাটা ব্যবহারকারী একটি রোবট নাকি মানুষ।reCAPTCHA সমাধানের একটি সঠিক কৌশল রয়েছে আপনি যদি এটি বুঝতে পারেন তাহলে আপনার কাছে reCAPTCHA সমাধান অনেক সহজ কাজ।
reCAPTCHA সমাধান করার কৌশলটি হলো প্রথমে ক্যাপচা (পপ আপ) থেকে Title text খুঁজে বের করা এবং মনোযোগ দিয়ে পড়া।
প্রতিটি reCAPTCHA সমাধানের জন্য Title দেওয়া থাকে এবং বলা হয়ে থাকে শুধু মাত্র সেই প্রতিচ্ছবি গুলো নির্বাচন করতে যেমনঃ আপনাকে একটি reCAPTCHA সমাধান করার সময় বলা হয়েছে Select all image with : bus তাহলে আপনাকে শুধুমাত্র bus গুলোকেই সিলেক্ট করতে হবে তারপর verify বাটনে ক্লিক করতে হবে।
উপরের ছবিটি ভালো ভাবে লক্ষ করুন তাহলে দেখতে পাবেন ২ টি reCAPTCHA রয়েছে যেখানে ছবিতে বাস থাকলেও Title text গুলো কিন্তু ভিন্ন একটিতে bus এবং অপরটিতে buses
তাই এই বিষয় গুলো লক্ষ করুন এবং ক্যাপচা গুলো সমাধান করুন।আমরা আপনাকে বোঝানোর জন্য নিচে আরো কিছু reCAPTCHA যুক্ত করেছি যেগুলো সমাধানের সময় আপনার প্রয়োজন হতে পারে তাই Title text গুলো পড়ুন ও দেখুন আমরা কিভাবে এই ক্যাপচা গুলোর সমাধান করেছি
bridge এবং bycycles গুলো নির্বাচন করুন।শুধুমাত্র যা সিলেক্ট করতে বলবে সেগুলোই নির্বাচন করুন অতিরিক্ত কিছু সিলেক্ট করবেন না তাহলে আপনার ক্যাপচা টি ভুল বলে গণ্য করা হবে।
আপনার reCAPTCHA সমাধানের সময় যদি কখনও mountains or hills বা stairs আসে তাহলে এভাবে সিলেক্ট করুন এবং সম্পূর্ণ করুন তাহলে আপনার ক্যাপচা টি সঠিক বলে গণ্য হবে।
tractor বা chimneys সিলেক্ট করার সঠিক নিয়ম জেনে নিন chimneys সিলেক্ট করার সময় ৭৪% মানুষ ভুল করে থাকে আসলে chimneys হলো বাড়ির উপরে ছোট ঘরের মত অংশটি।
reCAPTCHA গুলো এখানেই শেষ নয় অনলাইনে আরো অনেক captcha রয়েছে যেগুলো আপনি বিভিন্ন কাজের সময় পেয়ে যাবেন
তবে reCAPTCHA সমাধান করার জন্য আপনাকে অবশ্যই এই শব্দের অর্থ গুলো জানতে হবে তাহলে আপনি খুব সহজেই যে কোন ধরণের ক্যাপচা দ্রুত সমাধান করতে পারবেন যেমনঃ
- vehicles - যানবাহন
- plam tree - প্লাম গাছ
- car - গাড়ী
- bus - বাস
- stairs - সিঁড়ি
- traffic light - ট্রাফিক বাতি
- tractor - ট্রাক্টর
- bridge - সেতু
- a fire hydrant - একটি ফায়ার হাইড্রেন্ট
- mountains or hills - পাহাড় বা পর্বত
- chimneys - চিমনি
- bycycle - সাইকেল
- crosswalks - ক্রসওয়াক
- motorcycle - মোটরসাইকেল
এভাবেই মূলত I'm not a robot reCAPTCHA সমাধান গুলো solve করতে হয়।
আশা করি বুঝতে পেরেছেন এরপরও যদি reCAPTCHA সমাধান সম্পর্কিত কোনো প্রশ্নও থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান আমরা যত দ্রুত সম্ভব আপনাকে সাহায্য করার চেষ্টা করবো পরবর্তী আপডেট পেতে অপেক্ষা করুন
আপনি আরো পড়তে পারেন Google reCAPTCHA সমাধান করে কিভাবে অনলাইন থেকে প্রতিমাসে ২০০ ডলার ইনকাম করা যায় আপনিও আপনার মোবাইল ,ল্যাপটপ ,ট্যাবলেট,কম্পিউটার দিয়ে ডাটা এন্ট্রি কাজ করে অর্থ উপার্জন করতে পারেন