ঔষধের পাইকারী ব্যবসা | অভিজ্ঞতা ছাড়া চিকিৎসা বা ঔষধের ব্যবসা

ঔষধের পাইকারী ব্যবসা

ঔষধের পাইকারী ব্যবসা বা কোনো ড্র্যাগস ফার্মেসি ব্যবসা অনেক লাভজনক হতে পারে কিন্তু অভিজ্ঞতা ছাড়া ঔষধের ব্যবসা করা আইনত দণ্ডনীয় অপরাধ কারণ সামান্য ভুলের কারণে ক্ষতি হতে পারে সাধারণ মানুষের নষ্ট হয়ে যেতে একটা জীবন তাই অল্প বিদ্যা নিয়ে ঔষধের ব্যবসা করা উচিত নয়। যদি অল্প অভিজ্ঞতা দিয়ে ঔষধের ব্যবসা করা হতো 

তাহলে প্রত্যেক ঘরে ঘরে সকলেই ডাক্তার হয়ে উঠতো ঔষধের ব্যবসা একটা লাভজনক ব্যবসা কিন্তু তাই বলে অর্থের লোভে পরে সাধারণ মানুষকে ঠকিয়ে ভুল ঔষধ দিয়ে তাঁদেরকে ঝুঁকির মুখে ফেলা উচিৎ নয় তাই মনে রাখুন  আপনি যখন একটি ঔষধের পাইকারী ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে ভালোভাবে ট্রেনিং গ্রহণ করুন 

ঔষধের পাইকারী ব্যবসা যাঁরা করে থাকে তারা সাধারণত কিছু পরিমানের লাভের সাথে ঔষধ বিক্রির পরিষেবা চালায় এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ধারণা ব্যায় করে কিন্তু ঔষধের পাইকারী ব্যবসা ছাড়াও যাঁরা পাশাপাশি ডিসপেনসারি বা একটি ফার্মেসি চালায় তাঁরা অধিকাংশ সময় ই অতিরিক্ত লাভের জন্য ফার্মেসিতে খুচরা ঔষধ বিক্রি করে 

ঔষধের পাইকারী ব্যবসা | অভিজ্ঞতা ছাড়া চিকিৎসা বা ঔষধের ব্যবসা

ঔষধের পাইকারী ব্যবসা করার জন্য যদিও সকল ব্যবসায়ী পর্যাক্ত পরিমানে মেডিসিন সরবরাহ করেন না কারণ এটি ব্যায়বহুল হতে পারে কিন্তু একজন সাধারণ গ্রাম্য ডাক্তার বা ফার্মেসির পরিচালক তা করতে চায় কিন্তু অনেক সময় লক্ষ করলে বোঝা যায় যে তাঁরা খুবই নিম্ন মানের ঔষধ বিক্রি করে থাকে সাধারণ মানুষের কাছে 

তাই ঔষধের পাইকারী ব্যাবসায়ী ও সেই সকল সাধারণ হাতুড়ি ডাক্তার দের থেকে সচেতনার সাথে ঔষধ ক্রয় করুন এবং তা আরো ভালোভাবে পযালোচনা করুন 

ঔষধের পাইকারী ব্যবসা ও সরকারী ঔষধ বিক্রি

সরকারী ঔষধ বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। কারণ এই ঔষধ গুলো তৈরী করা হয়েছে সাধারণ মানুষের নিকটে বিনামূল্যে প্রদান করার জন্য। সমাজে অনেক গরিব ও অসহায় মানুষ রয়েছে যারা অর্থের অভাবে নিজের চিকিৎসা করতে পারেনা। 

তাই দেশের সরকার সরকারী ঔষধ বিনামূল্যে প্রদানের নির্দেশ দিয়েছে। কিন্তু সমাজের কিছু নোংরা মানুষ সেই ঔষধ গুলো বিভিন্ন ক্লিনিক ,হাসপাতাল বা সাস্থ কেন্দ্র থেকে সংগ্রহ করে সামান্য অর্থের জন্য বিক্রি করে দেয় বিভিন্ন ওষধের দোকানে। আমরা সেই  সকল মানুষকে ঘৃণা করি। 

তাঁরা নষ্ট করতেছে সমাজ ও বঞ্চিত করতেছে গরিব ও অসহায় মানুষকে। সরকারী ঔষধ দেখলেই সু -স্পষ্ট ভাবে চেনা যায়  কারণ সেই সমস্ত ঔষধের গায়ে  দেশের সরকারের অনুমোদন থাকে এবং ভালোভাবে একটি প্রবাদ লিখে দেওয়া থাকে যেমনঃ এই ঔষধ ক্রয় ও বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ

করণীয়

সরকারী  ঔষধ ক্রয় ও বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ তাই সমাজের সাহায্য করার জন্য এগিয়ে আসুন। যদি আপনার দৃষ্টিতে সমাজের কোনো স্থানে সরকারী  ঔষধ ক্রয় ও বিক্রয় করা চোঁখে পরে তাহলে ঠিক সেই মুহূর্তে আইনের সাহায্য নিন। এবং ঔষধ ক্রয়কারী  ও বিক্রয়কারী কে আইনের হাতে তুলে দিন

অপ্রয়োজনীয় চিকিৎসা

রোগীকে সঠিক চিকিৎসা দেওয়া একজন ডাক্তারের কাজ। চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে রোগীর নির্দিষ্ট সমস্যার উল্লেখ করে তাকে সে অনুযায়ী ঔষধ দেওয়া উচিৎ। কোনো রোগীর সঠিক সমস্যা বা রোগ না নির্ণয় করে তাঁকে অর্থের লোভে অপ্রয়োজনীয় চিকিৎসা দেওয়া ঠিক নয়।

রোগীকে হয়রানি করা

একজন অসুস্থ রোগীকে হয়রানি করা সামাজিক মানবাধিকার কাজ হিসেবে গণ্য করা হয়ে থাকে। অসুস্থ রোগীকে বসিয়ে রেখে সময়য়ের পর সময় নষ্ট করা। 

এখন হবেনা পরে আসুন এইসব কথা বলে একজন অসুস্থ রোগীকে হয়রানি করা উচিৎ নয়। তাই আমরা ডাক্তারদের নিকটে অনুরোধ জানাই যে  "আপনার কোনো অসুস্থ রোগীকে হয়রানি করা থেকে বিরত থাকুন।

মেয়াদ উত্তীর্ণ ঔষধ

মেয়াদ উত্তীর্ণ হওয়া ঔষধ গুলো মানুষের শরীরের জন্য অনেক ক্ষতিকর। চরম ভাবে বিপদ নিয়ে আসতে পারে মেয়াদ উত্তীর্ণ হওয়া ঔষধ। তাই কোনো ডাক্তার বা ফার্মেসির কর্মকর্তরা কোনো মূল্যেই এই ঔষধ গুলো বিক্রি করতে পারবেনা। 

ডাক্তারদের তথ্য অনুসারে আমরা জানি যে  বেশির ভাগ ঔষধের ই পার্শপ্রতিক্রিয়া রয়েছে। এখানে মূল বিষয় হলো একটি ভালো ঔষধের যদি পার্শপ্রতিক্রিয়া থাকে তাহলে মেয়াদ উত্তীর্ণ ঔষধের পার্শপ্রতিক্রিয়া কতটা হতে পারে একটু ভেবে দেখুন।

লাইসেন্স এবং ট্রেডমার্ক

ওষধের ব্যবসা করার জন্য উল্লিখিত দোকানের জন্য লাইসেন্স এবং ট্রেডমার্ক থাকা  অত্যান্ত জরুরি। লাইসেন্স এবং ট্রেডমার্ক ছাড়া কোনো ব্যবসায়ী ঔষধের ব্যবসা করতে পারবেনা। 

লাইসেন্স এবং ট্রেডমার্ক একটা দোকানের জন্য বা ব্যবসার জন্য এটাই পরিষ্কার করে যে সে দেশের সরকারের অনুমতি নিয়েই এই ব্যবসার কার্যক্রম চালাচ্ছে। সকারী আইন অনুযায়ী অবৈধ "লাইসেন্স এবং ট্রেডমার্ক গ্রহণ যোগ্য নয়। 

সতর্কতা : ঔষধ এমন একটি জিনিস যা আপনার জন্য (ভালো ও খারাপ) ২টির প্রভাবই ফেলতে পারে তাই সাবধান" জেনে বুঝে এমন কোনো ঔষধ সেবন করবেন না  যা আপনার  ভবিষ্যৎ অন্ধকার করে তোলে। 

Post a Comment

Post your comments here, please note that no spam comments other than the post Tech bn news does not condone any spam comments

Previous Post Next Post